1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
একদিনে বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

একদিনে বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার সেকান্দার মল্লিকের ছেলে হারুন মল্লিক, একই ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে পলাশ তালুকদার এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলার ভাংরা এলাকার খোরশেদ ঢালীর ছেলে দেলোয়ার হোসেন।

বাকেরগঞ্জ থানার এসআই মাহামুদ হাসান জানান, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়িয়া বাজার সংলগ্ন সড়কে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই নিহত হন অটোযাত্রী হারুন মল্লিক।

একইদিন বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে সাহেব আলী ফরাজীর বাড়িতে গাছ কাটার সময় পড়ে গুরুতর আহত হন পলাশ তালুকদার। তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া দুপুরে বরিশাল থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। এটি বাকেরগঞ্জের আউলিয়াপুরের বেলুখা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাতজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার