শরীয়তপুরের জাজিরা পৌরসভার ব্যাংক মোড় এলাকার জামালুল কোরআন ক্যাডেট মাদরাসার আরিফুল ইসলাম (২০) নামে এক শিক্ষককে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার রাতে ওই মাদরাসা থেকেই তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক মাদারীপুরের শিবচর উপজেলার সারে এগারো রশি গ্রামের আ.
মান্নান হাওলাদারের ছেলে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানাগেছে, আরিফুর ইসলাম গত প্রায় এক বছর যাবৎ জাজিরার ব্যাংক মোড় এলাকার জামালুল কোরআন ক্যাডেট মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর ১০ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থী গত ২ বছর যাবৎ ওই মাদরাসার হিফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করে। বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষক আরিফুল ইসলাম চুল টানার কথা বলে তার বিছানায় নিয়ে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে।
এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে জাজিরা থানায় মামলা দায়ের করেন। পরে ওই রাতেই আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার আরিফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ব্যাংক মোড়ের মাদরাসাটিতে একজন শিক্ষক দ্বারা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের খবর পাওয়া মাত্রই অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করি। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের এজাহারের ভিত্তিতে মামলা দিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply