রাজধানীর পল্টন মোড়ে চলন্ত বাসে অচেতন হয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৭৫ বছর।
রোববার দুপুরে ওই বৃদ্ধকে বাসে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এসআই মো. সফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ বৃদ্ধ প্রেসক্লাবের বিপরীত পাশ থেকে গুলিস্তানগামী মিডলাইন নামে একটি বাসে ভিক্ষা করতে উঠেন। পল্টন মোড়ে এলে বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে যান। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঐ বৃদ্ধ বাসে বাসে ভিক্ষা করতেন। আজকেও ভিক্ষার করার জন্য ঐ বাসে ওঠেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply