1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
গুলশানে আগুনের সুত্রপাত - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

গুলশানে আগুনের সুত্রপাত

  • প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন জানান, রোববার সন্ধ্যা ৭টায় গুলশান-২–এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ওই ভবনে আগুন লাগে।

তিনি বলেন, “মানারাত স্কুলের পাশে ওই ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা। আমাদের নয়টি ইউনিটের ৬৫ জন কর্মী সেখানে কাজ করছেন।

আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবারের বসবাস। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। একজন নারী ও তিনজন পুরুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কতজন ভেতরে আটকে আছেন, তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় ধোঁয়ায় ছেয়ে গেছে। এর মধ্যেই ওই ভবন থেকে একজন বয়স্ক ব্যক্তিকে সরিয়ে নিতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার