মাদারীপুর পৌর এলাকার একটি পুকুর থেকে ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থাবার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরের মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, তবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মনে হচ্ছে মরদেহটি কমপক্ষে দুদিন আগে পানিতে পড়েছিলো। নিহতের হাতে একটি মোবাইল ও পায়ে স্যান্ডেল পড়া আছে।
Leave a Reply