পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ কামরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। আটোকৃত কামরুজ্জামান পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন কাটাখালী ৬নং ওয়ার্ডের হুমায়ুন কবির বাদশা’র ছেলে।
এবিষয় পাথরঘাটা থানার এস আই আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাতে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে মাদকের বড় একটি চালান পাথরঘাটায় আসবে। এমন সংবাদ পেয়ে রাতে উপজেলার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে ঘণ্টাব্যাপী বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। পরে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস থেকে একটি স্কুলব্যাগ ভর্তি সাড়ে ৩ কেজি গাঁজাসহ কামরুজ্জামানকে আটক করা হয়।
Leave a Reply