বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলা রোভারের আয়োজনে ও রোভার অঞ্চলের সহযোগিতায় বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে রোভারদের জন্য কোর্স ফর রোভার মেট ২০২৩।
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিলায় চারদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট সভাপতি মোহা: রফিকুল ইসলাম।
কোর্স লিডার আলহাজ্ব লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বরগুনা জেলা রোভার সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ, বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জেলা রোভার স্কাউট এর কমিশনার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা রোভার সাধারণ সম্পাদক মোঃ তারেক আনসারি বীন সুমন প্রমুখ।
এই সময় তিনি বিজয়ী উপদলগুলোকে গৌরব পতাকা প্রদান করেন ও কোর্সে অংশগ্রহণকারীদের রোভার স্কাউট কার্যক্রমে সম্পৃক্ত থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যে নিজেরদের জ্ঞানের আলোয় আলোকিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং বরগুনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভার কার্যক্রম চালু হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
বরগুনা জেলা রোভারের প্রায় ১০ টি কলেজের ১১০ জন শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
Leave a Reply