জয়পুরহাট প্রতিনিধি,
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান হাবিব বলেছেন, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের জন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ভাড়া করা হচ্ছে।
সোমবার (৪ ডিসেম্বর) ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
কমিশনার হাবিবুর রহমান হাবিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের বিষয়টি উপেক্ষা করা যাবে না। তারা (রাজনৈতিক দলের নেতারা) নিজেরা করেছে এবং শ্রমজীবী লোক নিয়োগ দিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে বলে ইতিমধ্যে তদন্তে এসেছে। এ কারণে গোয়েন্দা সংস্থা ও ইউনিফর্মধারী পুলিশ আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, গত ১৮ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দ্বাদশ বৈঠকে সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা স্থাপনায় সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকা। এটি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. মাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (তদন্ত) মোহাম্মদ হারুন অর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply