বেতাগী (বরগুনা) প্রতিনিধি,
আজ ৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে “শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা” “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
গ্রিন পিস সোসাইটি’র সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মাহামুদা খানম, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা,মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা, কৃষি কর্মকর্তা তানজিলা আক্তার,বীর মুক্তি যোদ্ধা মোঃ ফারুক সিকদার প্রমুখ।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” ৫ ক্যাটেগিরিতে উপজেলা পর্যায় ৫ জনকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে মরিয়ম আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুরজাহান, সফল জননী নারী মোসা: রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী খাদিজা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মঞ্জু রানী হাওলাদার পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply