আমতলী বরগুনা প্রতিনিধি,
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এ দিবস উপলক্ষে র্যালী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কঙ্কাবতি বিশ্বাস, সারমিন নাহার রেবা, ফাতেমা বেগম, জয়নব বিবি ও নাজমুন নাহার এ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ ফেরদৌসি আক্তার, প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন্নাহার প্রমুখ।
Leave a Reply