1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ডুবোচরে আটকে গেল পর্যটকসহ সেন্টমার্টিনগামী জাহাজ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

ডুবোচরে আটকে গেল পর্যটকসহ সেন্টমার্টিনগামী জাহাজ

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে ৪৪ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরের একটি ডুবোচরে আটকা পড়েছে এমভি গ্রীন লাইন-১ নামে একটি জাহাজ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ এলাকায় জাহাজটি আটকে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাজে থাকা পর্যটকরা জানান, যাত্রা শুরুর পর নাফ নদের শাহপরীর দ্বীপ এলাকায় ডুবোচরে আটকে গিয়ে থমকে যায় জাহাজটি। পরে জাহাজ থেকে সহযোগিতা চেয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়।

পর্যটক সোহেল রানা বলেন, সকালে দমদমিয়া জেটিঘাট দিয়ে জাহাজটি রওনা করলেও একটি জায়গায় গিয়ে জাহাজটি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। পরে ডুবোচরে জাহাজটি আটকে গেছে বলে জানানো হয়। অনেক চেষ্টা করলেও সব ব্যর্থ হয়ে কোস্ট গার্ডকে জানানো হয়। পরে কোস্ট গার্ড এসে আমাদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে যায়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি জানান, ভাটার সময় হাওয়ায় জাহাজটি শাহপরীর দ্বীপের পাশাপাশি ডুবোচরে আটকে যায়। তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আমাদের জানানো হলে আমরা আমাদের জাহাজ নিয়ে পর্যটকদের উদ্ধার করি। পর্যটকরা সুস্থ আছেন। তবে কিছু পর্যটক ভয় পেয়েছেন। তাদের সেন্টমার্টিন নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার