সিরাজগঞ্জ প্রতিনিধি,
চাল, ইট ও কাঠের গুঁড়া দিয়ে মশলা তৈরি করার অপরাধে সিরাজগঞ্জে রায় মশলা কারখানাকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়াও ওই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল শহীদগঞ্জ মহল্লায় এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানান, সকাল থেকে কাঠেরপুল ও বাহিরগোলা বাজারে ভোক্তা অধিকারবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহীদগঞ্জ এলাকায় রায় মশলা কারখানায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটের গুঁড়া মিশ্রিত বিভিন্ন গুঁড়া মশলা তৈরি করতে দেখা যায়। এ সময় ওই কারখানাটি তাৎক্ষণিক সাময়িক সিলগালা করা হয় এবং এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply