1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
চাল, ইট ও কাঠের গুঁড়া দিয়ে মশলা তৈরির অপরাধে কারখানা সিলগালা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

চাল, ইট ও কাঠের গুঁড়া দিয়ে মশলা তৈরির অপরাধে কারখানা সিলগালা

  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি,

চাল, ইট ও কাঠের গুঁড়া দিয়ে মশলা তৈরি করার অপরাধে সিরাজগঞ্জে রায় মশলা কারখানাকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়াও ওই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল শহীদগঞ্জ মহল্লায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানান, সকাল থেকে কাঠেরপুল ও বাহিরগোলা বাজারে ভোক্তা অধিকারবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহীদগঞ্জ এলাকায় রায় মশলা কারখানায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটের গুঁড়া মিশ্রিত বিভিন্ন গুঁড়া মশলা তৈরি করতে দেখা যায়। এ সময় ওই কারখানাটি তাৎক্ষণিক সাময়িক সিলগালা করা হয় এবং এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার