1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় ডাকাতের হামলায় নিখোঁজ ৯ জেলের ৪ জেলে জীবিত উদ্ধার - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

পাথরঘাটায় ডাকাতের হামলায় নিখোঁজ ৯ জেলের ৪ জেলে জীবিত উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

ডাকাতের ভয়ে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ বরগুনা ৯ জেলের মধ্যে চার জেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর সোমবার ভোররাতে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন এফবি মা মরিয়ম নামের মাছ ধরার একটি ট্রলারের জেলেরা। পরে খবর পেয়ে কোস্টগার্ড তাদের তীরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, ইয়াসিন জমাদার, আব্দুল হাই, জামাল খান এবং শফিকুল মাঝি। এদের মধ্যে আব্দুল হাই ও শফিকুল মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি দুজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। পরে জেনেদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের নগদ অর্থ খাদ্য সহায়তা এবং কম্বল বিতরণ করেন।

গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলা থেকে বাঁচতে ট্রলারের ১৮ জেলের মধ্যে ৯ জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। এছাড়াও অপর ৯ জেলের মধ্যে একজন গুলিবিদ্ধ ও ৮ জনকে কুপিয়ে জখম করে ডাকাতরা।

নিখোঁজ জেলেদের সন্ধানে গত তিনদিন ধরে সমুদ্রের বিভিন্ন স্থানে কোস্টগার্ড, র্যাব এবং জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। পরে আজ ভোররাতে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ হয়েছেন পাঁচজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার