1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ঐক্যবদ্ধ হয়ে সামাজিক অবক্ষয় রোধে কাজ করবে 'যুব ফোরাম' - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

ঐক্যবদ্ধ হয়ে সামাজিক অবক্ষয় রোধে কাজ করবে ‘যুব ফোরাম’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

তৃনমুলে পর্যায় শান্তি, সম্প্রতি রক্ষা, নাগরিক অধিকার, সামাজিক অবক্ষয় রোধ, সহনশীল সমাজ গঠনে যুব ও নাগরিকদের সম্পৃক্ত করতে কাজ করতে চায় পাথরঘাটার যুব ফোরাম।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় ত্রৈমাসিক সভায় যুব ফোরামের ৩০ জন সদস্য এই অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জারজিস উল্লাহ, জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান, ফিল্ড অফিসার কোহিনুর বেগম।

যুব ফোরামের সদস্যরা বলেন, তৃনমুলে যুব নেতৃত্বের বিকাশে বয়স্ক ও যুবদের মেলবন্ধন তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক সমাজ গঠন করা, জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের অধিকার নিশ্চিত করা, সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করনে উদ্যোগ সৃষ্টি করবে যুব ফোরাম।

এছাড়াও প্রান্তিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাগরিক অধিকার বঞ্চিতদের সরকারি বেসরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা এবং সংঘঠিত করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার