তালতলী (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার তালতলীতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার। ২১০ টাকার পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হওয়ার খবরে শত শত সাধারণ ক্রেতারা ভিড় করেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে শাস্তি হিসেবে মেসার্স কৃষি বানিজ্যলয় থেকে ১১০ টাকা দরে ২শ কেজি পেঁয়াজ বিক্রি করানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, মেসার্স কৃষি বানিজ্যলয় মালিক শাহিন পাইকারিতে ৯৫ টাকায় কেনা পেঁয়াজ খুচরা বাজারে ১৯০-২১০ টাকা দরে বিক্রি করছিলেন। এসময় অভিযান পরিচালনা করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার মজুদ করা পেঁয়াজ ১১০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করা হয়। এসময় লাইনে দাড়িয়ে জন প্রতি ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হয় সাধারণ ক্রেতাদের মাঝে। ন্যায্য দামে পেঁয়াজ পেয়ে খুশি মনে বাজার থেকে ফিরতে দেখা যায় ক্রেতাদেরকে। তিনি আরও বলেন বেশি দামে পেঁয়াজ বিক্রি করার এক মুদি দোকানিকে ৪ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় দুই হোটেল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply