আমতলী বরগুনা প্রতিনিধি,
বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব এবিএম আছমত আলী আকনের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় স্বরণ সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার আমতলী বন্দর মাদ্রাসা মিলনায়তনে এ স্বরণ সভা করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস হাওলাদারের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আখতারুজ্জামান বাহাদুর। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুখতারুল ইসলাম, উপাধাক্ষ মোঃ ইউসুফ আলী, অবসরপ্রাপ্ত সিনিয়ন শিক্ষক মাওলানা আব্দুল খালেক, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, সুপার মাওলানা মুহা. আনোয়ার হোসেন, মাওলানা আবু তাহের, মাওলানা সোলাইমান হোসেন ও প্রভাষক আসাদুল্লাহ প্রমুখ। স্বরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামলায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম আছমত আলী আকন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমতলী থানা মুক্ত দিবসে অগ্রনী ভুমিকা পালন করেছেন। তৎকালিন ওসি রইস ভুইয়ার সঙ্গে থানা মুক্ত করতে সমঝোতার বৈঠক করেন কিন্তু রইস ভুঁইয়া সমঝোতা বৈঠক ভন্ডুল করে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করেন। পরে মুক্তিযোদ্ধারা রইস ভুইয়ার বাহিনীকে হটিয়ে আমতলী মুক্ত করেন। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও আমতলী বন্দর ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
Leave a Reply