বেতাগী (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার বেতাগীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এই সময়ে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান ও কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার, সেইন্ট-বাংলাদেশের প্রজেক্ট অফিসার সামসুন নাহার, গ্রিন পিস সোসাইটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না প্রমুখ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
Leave a Reply