কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর পায়রা বন্দরে প্রথমবারেরমতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে এ জাহাজটির গ্যাস খালাস কার্যক্রম শুরু হয়। তিন হাজার তিনশ’ মেট্রিকটন তরল গ্যাসবাহী এ জাহাজটির নাম ‘এমভি বসুন্ধরা এলপিজি চাতকী’।
বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে গ্যাস পাঠানো হচ্ছে ঢাকায়। বসুন্ধরা গ্রুপের এ জাহাজটি গত সোমবার বন্দেরের ইনারে এসে পৌছায়।
পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় ও স্বল্প সময়ে পণ্য পৌছানোর কারণে এ জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। এর আগে ডুবাই থেকে আমদানিকৃত চট্রগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস নিয়ে আসে এ জাহাজটি।
Leave a Reply