1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় সিসিডিবির আয়োজনে অবহিতকরন সভা অনুষ্ঠিত - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

পাথরঘাটায় সিসিডিবির আয়োজনে অবহিতকরন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটা উপজেলায় সিসিডিবির আয়োজনে
১৪ ডিসেম্বর পাথরঘাটা উপজেলা পরিষদ হল রুমে
উপজেলার সুশীল সমাজের সাথে “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরী” প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিসি ইন বাংলাদেশ (পিসিআরসিবি ফেইজ-২) প্রকল্প এর অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সিসিসিডিবির পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সু্ব্রত মিস্ত্রী এর উপস্থাপনায়, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির।
এছাড়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার, পাথরঘাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির উদ্দিন, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সহ-সভাপতি মোঃ জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন নাহিদ প্রমুখ।

এসময়ে সিসিডিবি পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী বলেন স্বাধীনতার পর থেকে অদ্য পর্যন্ত সিসিডিবি দেশের ২৮টি জেলায় দারিদ্রতা নিরসন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগে জরুরী সহায়তা ও ত্রান সরবরাহ, পুনর্বাসন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

এ সময় তিনি সিসিডিবি-জলবায়ু পরিবর্তন প্রকল্প কর্তৃক পাথরঘাটায় বাস্তবায়িত বিভিন্ন কাজের বর্ননা দেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রোকুনুজ্জামান খান ও পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবিরসহ উপস্থিত সকলে সিসিডিবির বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের প্রসংশা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার