1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় সংগ্রামের উদ্যোগে সূর্যমুখী বীজ, কম্বল ও আর্থিক অনুদান প্রদান - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

পাথরঘাটায় সংগ্রামের উদ্যোগে সূর্যমুখী বীজ, কম্বল ও আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সাকিল আহমেদ, পাথরঘাটা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠান সংগ্রামের উদ্যোগে বিনামূল্যে সূর্যমুখী বীজ বিতরণ, শীতার্ত প্রবীণদের মাঝে কম্বল ও চাষীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে অর্থ সহায়তা, বীজ বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পাথরঘাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম, পাথরঘাটা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি শ্যামল কৃষ্ণ হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন পেঁয়াজ চাষী, ১০০ জন বেবি তরমুজ চাষী, ১০০ জন সর্জন পদ্ধতিতে চাষী, ৫০ জন উচ্চ মূল্য মানের সবজি চাষীকে পাঁচ হাজার টাকা করে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২৫০ জন সূর্যমুখী চাষীকে ৫০০ গ্রাম করে হাইসান ৩৬ জাতের সূর্যমুখী বীজ বিতরণ করা হয়।

পরে ৭৫ জন প্রবীণ ব্যক্তির মাঝে শীতের কম্বল বিতরণ এবং সংগ্রামের স্বাস্থ্য বিভাগের ১৯ জন কর্মরত কর্মীর মাঝে বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার