পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার পাথরঘাটার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের পাথরঘাটা নির্বাচন পরিচালনা কমিটি।
শুক্রবার রাতে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম।
এ সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারজানা সবুর রুমকি, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুর রহমান জুয়েল সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ সহ সকল সাংবাদিকরা আওয়ামী লীগের পাথরঘাটা নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
Leave a Reply