বেতাগী বরগুনা প্রতিনিধি,
মহান বিজয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের
সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার বেতাগীতে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতাবেক সিকদার ও ফারুক সিকদার।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রধান করা হয়।
Leave a Reply