বরগুনা প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনের নৌকা প্রতীকের মিছিলে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল ইসলাম মুসুল্লি (৬৫) বরগুনা সদর, উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড লতাবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি স্থানীয়ভাবে নূরুল ইসলাম এমপি নামে অধিক পরিচিত।
সন্ধ্যায় বরগুনা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকের মিছিল হয়। এতে অংশগ্রহণ করেন মো. নুরুল ইসলাম মুসুল্লি। পরে মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে ছিলেন তিনি। বসা অবস্থা থেকে হঠাৎ ঢলে চেয়ারে পড়ে যান।
এসময় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক মো.মাহমুদ মুরশিদ (শুভ) তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিনের একনিষ্ঠ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বরগুনা জেলা আ. লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি ও সাধারণ সম্পাদক বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
Leave a Reply