সাকিল আহমেদ,
নিজস্ব প্রতিবেদক
বরগুনার পাথরঘাটায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ভবিষ্যতের পাথরঘাটা নিয়ে তরুণদের প্রত্যাশায় ইয়ুথ ম্যানিফেস্টো অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে বরগুনা ইয়ুথহাবে বরগুনা-২ এর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ৩১৫ সংরক্ষিত নারী আসেন সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেড জাবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুন নাহার রনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ শাহজাদা।
এছাড়াও এনএসএস এর এফরটি (A4T) প্রোজেক্টের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মোঃ তানজিলুর রহমান, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, এডমিন এন্ড ফিন্যান্স অফিসার মোঃ রুহুল আমিন, ইয়ুথ ফেলো মোঃজুবায়ের ইসলাম ও মোঃ জাকির হোসেন নাঈম, একশন এইড বাংলাদেশের ইন্সপিরেটর অরিক চক্রবর্তী সহ পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলো।
উল্লেখ, দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কৃষির আধুনিকায়নে ঋণ, প্রশিক্ষণ, পরিবেশ ও জলবায়ু কর্মসূচি, জেন্ডার মেইনস্ট্রিমিং এবং অন্যান্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য বরগুনা ইউথ হাফের সদস্যরা প্রস্তাবনা রাখেন।
এ সময়ে এমপি সুলতানা নাদিরা তরুণদের মা-বাবার উদ্দেশ্যে বলেন, তরুণদের ভিত শক্ত করতে হবে। ছোটবেলা থেকে তাদের বোঝাতে হবে ভালো-মন্দ সম্পর্কে। পরিবারের উদ্দেশ্য ভালো থাকলে সন্তানরাও ভালো হবে।
Leave a Reply