1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বরগুনায় ১০ শিশু হাফেজকে পাগড়ী পড়িয়ে সংবর্ধনা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

বরগুনায় ১০ শিশু হাফেজকে পাগড়ী পড়িয়ে সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বরগুনা প্রতিনিধি :

শিশু বয়সে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করায় বরগুনার ১০ শিশুকে পাগড়ী প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বরগুনার বাবে জান্নাত মাদ্রাসার ১০ শিশু শিক্ষার্থীকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাবে জান্নাত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিশু শিক্ষার্থীরা (হাফেজ) হল- মো. ফয়জুল ইসলাম, মো. মুরাদ, আ. রহমান, মো. সাইফুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, মো. তানভীর হাসান, মো. আফ্ফান, মো. মুকিত, মো. সুলাইমান ও মো. মুনিম খান।

সংবর্ধিত শিক্ষার্থীরা শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের অনুপ্রেরণায় এ সাফল্য অর্জন করতে পেরেছে বলে জানায়। তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করে।

প্রধান শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান বলেন, এসব ছাত্রদের সাফল্য মাদ্রাসার জন্য গৌরবের। তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার সকল কর্মকর্তা-কর্মচারীদের অবদান রয়েছে। তিনি এসব ছাত্রকে ভবিষ্যতে আরও ভালো সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার