নোয়াখালীর কবিরহাটে বাবার লাঠির আঘাতে ছেলে মানিক চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।
রোববার রাতে এ ঘটনায় মামলা হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিত্য লাল দাসকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবা নিত্য লাল দাসকে গ্রেফতারের পর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে,
জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে মানিক তার স্ত্রীকে মারধর করেন। এ সময় মানিকের বাবা নিত্য লাল এ মারধরের কারণ জিজ্ঞাসা করেন ছেলেকে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়া নিত্য লাল তার ছেলে মানিকের মাথায় আঘাত করলে মানিক গুরুত্বর আহত হন। পরে মানিকের বাবা ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরবর্তীতে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একইদিন সন্ধ্যা ৬টার দিকে মানিকের মৃত্যু হয়।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
Leave a Reply