পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে যুগান্তরের প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে দিগুণ ভোটে নির্বাচিত হয়েছে দৈনিক সংবাদ এর পাথরঘাটা প্রতিনিধি জাফর ইকবাল।
২৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল প্রকাশ করা হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের এ নির্বাচনে মোট পদসংখ্যা ৮ টি। এর মধ্যে সাধারণ সম্পাদক পদেই শুধুমাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। এছাড়া বাকি ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে প্রার্থীরা। ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জাফর ইকবাল। এবং তার প্রতিদ্বন্দ্বী মানবজমিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি জাকির হোসেন খান পেয়েছে ০৫ ভোট।
যারা নির্বাচিত হয়েছে তারা হলেন, সভাপতি নির্বাচিত যুগান্তরের প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, সহ-সভাপতি জনকণ্ঠ প্রতিনিধি বিনয় ভূষণ কর্মকার , প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক সংবাদের প্রতিনিধি জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত আমাদের নতুন সময় প্রতিনিধি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মানবকন্ঠের প্রতিনিধি মাহামুদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলা নিউজ ২৪.কমের প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন , ক্রিড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি সুমন মোল্লা এবং নির্বাহী সম্পাদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম ।
Leave a Reply