বরগুনা পাথরঘাটার পৌর শহরের ২নং ওয়ার্ডের হাফিজি মাদ্রাসার একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে দেখে সাহায্যের হাত বারিয়ে দেন বরগুনা – ২ আসনের প্রয়াত সংসদ সদস্য, আলহাজ্ব গোলাম সবুর টুলু ও বরগুনা-২ (সংরক্ষিত আসন-৩১৫) সংসদ সদস্য – সুলতানা নাদিরার ছোট কন্যা, ব্যারিস্টার হাছ্ছানা নাদিরা সবুর।
২১শে ফেব্রুয়ারী আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা পৌর শহরের ২নং ওয়ার্ডের ইমানআলী সড়ক সংলগ্ন তালুকদার বাড়ী সালীহা হাফিজিয়া মাদ্রাসায় ৫ যেল পবিত্র কুরআন শরীফ উপহার দেন। এবং মাদ্রাসার জন্য সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার ও খেলাধুলার জন্য দুটি ফুটবল উপহার দেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের।
ব্যারিস্টার হাছ্ছানা নাদিরা সবুর জানান, তিনি অত্র হাফিজি মাদ্রাসাটির সংস্কারের জন্য আর্থিক সাহায্য করবেন এবং ভবনের নিচতলায় টাইলস এর ব্যবস্থা করে দিবেন।
পরবর্তীতে তার বাবা প্রয়াত সংসদ সদস্য, আলহাজ্ব গোলাম সবুর টুলুর জন্য দোয়া চেয়েছেন তাদের কাছে। এবং বাচ্চাদের তিলাওয়াত ও গজল শুনে বিদায় নেন।
Leave a Reply