রংপুরের পীরগাছায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মাসুম বিল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৩টার দিকে পীরগাছা-রংপুর সড়কের চন্ডিপুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউপির ত্রিমোহনী ফতেপুর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি পীরগাছা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, চাকরির আবেদনের জন্য তার প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুম। পথে পীরগাছা-রংপুর সড়কের চন্ডিপুর ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পীরগাছা থানার এসআই আনিছুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরেই পালিয়েছেন ট্রলি চালক।
Leave a Reply