আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতি করতে আইনি কোনো বাধা নেই তবে দণ্ডিত হওয়ায় তিনি নির্বাচন করতে পারবেন না।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, যে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেখানে রাজনীতির কোনো কথা উল্লেখ নেই।
তিনি আরো বলেন, ২০১৪ আর ২০১৮ সালের নির্বাচন যেন সুষ্ঠু না হয় বিএনপি সেই চেষ্টা করেছিল। আগামী নির্বাচনেও তারা একই কাজ করার পরিকল্পনা করছে। তবে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন গত নির্বাচনের মতোই সুষ্ঠু হবে।
Leave a Reply