বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ চারজন নিহত হন। গুরুতর আহত হয় নয় বছর বয়সী এক মেয়ে শিশু। তাকে শজিমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- গাবতলীর কদমতলীর বাসিন্দা অটোরিকশাচালক হযরত আলী এবং অটোযাত্রী ধুনটের বেড়েরবাড়ীর গোলাম রাব্বানী বাদশা।
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই আব্বাস আলী এবং ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে মোড় নেয়ার সময় এ সংঘর্ষ হয়।
Leave a Reply