1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বাংলাদেশের সীমিত সম্পদ থেকেই উন্নয়ন করছে সরকার:আমির হোসেন আমু - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের সীমিত সম্পদ থেকেই উন্নয়ন করছে সরকার:আমির হোসেন আমু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নতুন অফিস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমাদের সম্পদ সীমিত এবং সেই সীমিত সম্পদ কাজে লাগিয়েই আওয়ামী লীগ সরকার উন্নয়নমূলক কাজ করছে।
বৃহস্পতিবার ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নতুন অফিস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা।

আমির হোসেন আমু বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত ঝড় এবং বিভিন্ন রকম ভাঙন হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। বেশি ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যার সমাধান দ্রুত করা হয়, যেন পরবর্তীতে সেই এলাকায় বড় ক্ষতি না হয়।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ্ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার