পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
গৌরবময় ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরগুনার পাথরঘাটায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে সকাল ৭ টায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পাথরঘাটা উপজেলা প্রশাসন মাঠে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকল শহীদদের মাগফেরাত কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply