বরগুনার পাথরঘাটায় পরিবেশ দূষণ রোধে র্যালি অনুষ্ঠিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, পরিবেশ বান্ধব সমাজ গড়ি এমন স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় একশেন এইডের অর্থায়নে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর বাস্তবায়নে পাংখুরী যুব সংঙ্গের নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগের উপর ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে পাথরঘাটা পৌর শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে এ সচেতনতামূলক র্যালি ও প্রচার চালিয়েছে পাংখুরী যুব সংঙ্গ।
এসময় উপস্থিত ছিলেন, একশেন এইড বাংলাদেশের পাথরঘাটা ইনস্পিরেটর রুকাইয়া আহমেদ, এনএসএস এর প্রোজেক্ট কোওরডিনেট দেবাশীষ কর্মকার, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ফিন্যান্স ও এডমিন রুহুল আমিন, পাংখুরী যুব সংঙ্গের সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সহ এনএসএস ও পাংখুরী যুব সংঙ্গের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply