স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে অর্ধলাখ মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেশটির আনাতোলিয়ান তুর্কি প্রদেশ নিগদে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৩।
আনাতোলিয়ান তুর্কি প্রদেশ নিগদে আঘাত হানা এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ঐ ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরো একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক আঘাত হানে।
ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত
Leave a Reply