রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় গাড়িচাপা পড়ে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মনির সরদার।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা রোডের কোনাপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আন্দারচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে মনির। তিনি কোনাপাড়া এলাকায় থাকতেন। স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, ভোরে কোনাপাড়ার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন মনির। এরপর কোনাপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ৯৯৯ কলের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটির শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Leave a Reply