1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
নিজের বউ কে বিক্রির বিজ্ঞাপন দিলেন অনলাইনে - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

নিজের বউ কে বিক্রির বিজ্ঞাপন দিলেন অনলাইনে

  • প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে ঘরে বসে খুব সহজেই জিনিস কেনা বেচা করা যায়। কিনা পাওয়া যায় এই সাইটগুলোতে। নতুন জিনিস ছাড়া পুরনো জিনিস বিক্রি করা যায় এর মাধ্যমে। তা বলে এমন জিনিস মনে হয় আগে কখনো দেখা যায়নি। নিজের স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন? অবাক লাগলেও সাইমন ওকেন এমনই একটি বিজ্ঞাপন দিয়েছিলেন ই-বেতে।
সাইমনের স্ত্রীর নাম লিয়েন্ড্রা। তাদের দুইটি সন্তান। সাইমন জানিয়েছিলেন, একটা সময় কাজ থেকে বাড়ি ফেরার পর তার শরীর খারাপ লাগছিল। লিয়েন্ড্রা তার দিকে কোনো নজর না দিয়ে ঘ্যানঘ্যান করতেন। ঝগড়া শুরু করতেন। সহ্য করতে না পেরে স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ফেলেন ঐ সাইটে ৷

পেশায় টেলিকম ইঞ্জিনিয়র সাইমন বিজ্ঞাপনে স্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন ‘ইউজড ওয়াইফ’৷ সঙ্গে এটাও লেখেন যে তাকে কিনবে কী কী ভালো আর কী খারাপ হতে পারে। পোস্টে তিনি লিয়েন্ড্রার গুণের কথাও উল্লেখ করেন’৷

তবে সঙ্গে একটি শর্ত দেন যে একবার কেনা হয়ে গেলে ফেরত দেওয়া যাবে না। দাম নির্ধারন করেছিলেন ভারতীয় মুদ্রায় এক লাখ টাকা। মাত্র দুই দিনের মধ্যে লিয়েন্ড্রাকে কিনতে চেয়ে তার কাছে বহু লোক যোগাযোগ করতে চান ৷ এমনকি ৫৬,৮৮০ পাইন্ড পর্যন্ত দিতে রাজি হয় ৷

পরে তার স্ত্রী এই বিষয়টি জানতে পেরে রেগে যান। তিনি জানিয়েছিলেন, ‘আমি চেয়েছিলাম ওকে মেরে ফেলতে। কাজের জায়গায় এটা জানাজানি হওয়ার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। শুধু যে আমায় বিক্রি করতে চেয়েছে তাই নয়, সঙ্গে আমার যে ছবিটা দিয়েছে বিজ্ঞাপনে, সেটাও একটা জঘন্য ছবি।’

এরপর সাইমনের স্ত্রী ঐ অনলাইন ঐ সংস্থার কাছে এই খবর জানান ও বলেন বিজ্ঞাপনটি সরিয়ে দিতে। ইবে সংস্থা বিজ্ঞাপনটি নজরে আসার পরে ডিলিট করে দেন তাদের সাইট থেকে। ফলে ঝগড়া কমা তো দুরনস্ত তা আরো বেড়ে গিয়েছিল। ভবিষ্যতে এমন করলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন। শুধরে গেছিলেন সাইমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার