বরগুনার পাথরঘাটা উপজেলায় যোগদান কৃত ইউএনও মো.রোকনুজ্জামান খানের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান পাথরঘাটা অনলাইন হাটবাজারের সকল উদ্যোক্তারা।
মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে তাকে ফুলের জানানো হয়।
এসময় ফুলের শুভেচ্ছা জানান পাথরঘাটা অনলাইন হাটবাজারের প্রতিষ্ঠাতা খান ফরহাদ, উপদেষ্টা সুজা গাজী, এডমিন. জান্নাতুল ফেরদৌসি, নুসরাত জাহান মনি, সাইমন আরিফ। মডারেটর ইসরাত জাহান নিপা, মহিমা আক্তার, মারজানা আক্তার মিতু, আসমা নিশু। এছাড়াও অনলাইন হাটবাজারের সকল সদস্যরা উপস্থিত ছিলো।
প্রতিষ্ঠাতা খান ফরহাদ বলেন, করোনাকালীন দ্বিতীয় লকডাউনে মানুষ ঘরবন্দি, জনজীবন স্থবির হয়ে পড়েছিল। তখন অনলাইন মার্কেট প্লেস তৈরির চিন্তা করলাম। ২০২১ সালের ৮ জুলাই স্বল্প কিছু ই-কমার্স উদ্যোক্তা নিয়ে পথচলা শুরু হয়। বর্তমানে পাথরঘাটা অনলাইন হাটবাজার গ্রুপে প্রায় ২০ হাজার সদস্য রয়েছে। বর্তমানে উদ্যোক্তাদের নিজস্ব পণ্যগুলো পাথরঘাটার চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে।
এছাড়াও এখানে নতুন উদ্যোক্তা তৈরী করা সহ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে অফলাইন অনলাইন ট্রেইনিংয়ের আয়োজন করা হয়ে থাকে।
Leave a Reply