1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রানীসম্পদে ভূমিকা অতুলনীয় - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রানীসম্পদে ভূমিকা অতুলনীয়

  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বরগুনার পাথরঘাটায় ২৫ ফেব্রুয়ারি শনিবার পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পাথরঘাটা পৌরসভার মেয়র জনাব আনোয়ার হোসেন আকন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুফল চন্দ্র গোলদার। প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হোসাইন, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন,পাথরঘাটা থানা ইনচার্জ ( তদন্ত) মোঃ সাইফুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন,, আরো বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক প্রথম আলোর সাংবাদিক মোহাম্মদ আমিন সোহেল।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে এদেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীকে প্রাণি সম্পদের উপর গুরুত্ব আরোপ করতে হবে ও নিজ নিজ থেকে স্বাবলম্বী হতে হবে। বরগুনা জেলা পরিষদ সদস্য জনাব এনামুল হোসেন বলেন, এই প্রাণিসম্পদ থেকে যে পশুগুলো বিতরণ করা হয় সেগুলো টেন্ডারের মাধ্যমে না দিয়ে কর্তৃপক্ষ যদি সরাসরি বিতরণ করেন তাহলে উন্নত জাতের হাঁস মুরগি ও গবাদি পশু উন্নত মানের বিতরণ করা সম্ভব। তাহলেই এদেশের নিন্ম আয়ের জনগোষ্ঠী আরো লাভবান হতে পারবে। প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথরঘাটা শিক্ষা অফিসার টিএম শাহ আলম,
পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সফল উদ্যোক্তারা হাজির হন এবং অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তারা নিজেদের দাবি এবং নিজেদের সাফল্যতা তুলে ধরেন।

পাথরঘাটায় প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজনে ছিলেন প্রাণিসম্পদ ওডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)
বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পাথরঘাটা, বরগুনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার